স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)-এর সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের জ্যেষ্ঠপুত্র জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ আগস্ট) দুপুরে অসুস্থ হয়ে গেলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি বিবাহিত হলেও কোনো সন্তান ছিল না। তারা দুই ভাই ও দুই বোন ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস ও থাইরয়েড রোগে ভুগছিলেন। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তাপসের প্রথম জানাজা নগরীর আমবাগান মংস্য অধিদফতরের মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা দ্বিতীয় জানাজা দুর্গাপুর উপজেলা সহর বানু স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। রাত ১০টায় আমগাছি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বদরুল ইসলাম তাপস এর প্রথম জানাযা নামাজ শনিবার বাদ মাগরিব নগরীর ফিশারিজ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
জানাযা নামাজে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য তাপসের মৃত্যুতে মেয়রসহ অন্যদের শোক প্রকাশ : জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপসের মৃত্যুতে শোক প্রকাশ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়। শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। শোক বিবৃতিতে নারীনেত্রী শাহীন আকতার রেণী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারাসহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল গভীর শোক প্রকাশ করেছেন।