• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মেসিদের ফাইনালে সমতা, গড়াল টাইব্রেকারে

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ৯:৫১

মেসিদের ফাইনালে সমতা, গড়াল টাইব্রেকারে

অনলাইন ডেস্কঃ প্রথমার্ধে এগিয়ে থেকেও ম্যাচটি সহজ হলো না লিওনেল মেসির ইন্টার মায়ামির জন্য। ২৪ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। ১-০ লিড নিয়ে তারা প্রথমার্ধের বিরতিতে গিয়েছিলেন। তবে ম্যাচের শুরু থেকে চাপ প্রয়োগ করতে থাকা ন্যাশভিলে দ্বিতীয়ার্ধে প্রথম সফলতা পায়। ৫৭ মিনিটে ফাফা পিকাল্টের গোলে সমতা আনে ন্যাশভিলে।

আরও পড়ুনঃ  রিশাদের দলের হার দিয়ে শুরু পিএসএল

এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। ফলে লিগস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

এর আগে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ন্যাশভিলের জিওডিস পার্ক স্টেডিয়ামে সকাল ৭টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হয়। পুরো আসরে দেখানো দুর্দান্ত ফর্ম ফাইনালেও টেনে নিয়ে এসেছেন মেসি। সতীর্থের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানান তিনি, এরপর বাঁ-পায়ের সেই চিরচেনা শট। ডি-বক্সের কোনা থেকে নেওয়া শটটি ন্যাশভিলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

আরও পড়ুনঃ  পিএসএলের প্রাইজমানি ঘোষণা, আইপিএল-বিপিএলের চেয়ে কতটা পার্থক্য

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সেই লিড হারিয়ে ফেলে সফরকারীরা। কর্নার থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন ফাফা পিকাল্ট। আর তাতেই খেলায় ১-১ সমতা আসে। এরপর দুদল জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কেউই শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি।

সর্বশেষ সংবাদ

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার টাকা কমলো
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675