ঢাকাSunday , 20 August 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দেবেন পূজা চেরি!

Asha Mony
August 20, 2023 10:00 am
Link Copied!

অনলাইন ডেস্কঃ শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে পুরোদস্তুর নায়িকা ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। জাজের ‘পোড়ামন ২’ দিয়ে চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে অভিনয় করেন একাধিক ব্যবসাসফল সিনেমায়।

আজ রোববার (২০ আগস্ট) এই নায়িকার জন্মদিন। বিশেষ এই দিনে ঘোষণা আসতে পারে তার নতুন সিনেমার। জানা গেছে, জনপ্রিয় চিত্রনির্মাতা রায়হান রাফীর সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ এই অভিনেত্রী।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাফী। ‘পরাণ’-এর পর নতুন সিনেমা ‘কালা’ নিয়ে আসছে এই প্রযোজক-নির্মাতা জুটি। একই দিন এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সেরেছেন পূজা চেরিও। ধারণা করা হচ্ছে, সেটি রাফীর সিনেমা ‘কালা’র নায়িকা চরিত্রেই।

পূজা চেরির নতুন সিনেমার ঘোষণা আসবে আজ, বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। তবে এ বিষয়ে এ মুহূর্তে মুখ খুলতে নারাজ ছবির পরিচালক, নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠান। পূজার বিপরীতে নায়ক কে হবেন সেটাও রাখা হচ্ছে চমক হিসেবে।

উল্লেখ্য, এর আগে রায়হান রাফীর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় দেখা গিয়েছিল পূজা চেরিকে। বর্তমানে এ নায়িকা ব্যস্ত তার ‘লিপস্টিক’ সিনেমার শুটিং নিয়ে। এতে পূজার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।