• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বন্যা-ভূমিধস : ভারতে ৫ মাসে নিহত ২০৩৮

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ২:১৯

বন্যা-ভূমিধস : ভারতে ৫ মাসে নিহত ২০৩৮

অনলাইন ডেস্কঃ ২০২৩ সালের বর্ষায় প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত এপ্রিল থেকে এ পর্যন্ত ৫ মাসে ভারতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৮ জন। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৫৮৪ জন এবং এখনও নিখোঁজ আছেন ১০১ জন।

সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বিহারে— ৫১৮ জন। এছাড়া ৩৩০ জনের মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের বর্ষায় বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে ভারতের বিভিন্ন প্রদেশের অন্তত ৩৩৫টি জেলা।

আরও পড়ুনঃ  জেলেনস্কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, বললেন ট্রাম্প

জেলার সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মধ্যপ্রদেশ। রাজ্যের ৪০টি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে। এছাড়া আসামের ৩০টি, উত্তরপ্রদেশের ২৭টি, হিমাচলের ১২টি এবং উত্তরাখণ্ডের ৭টি জেলাও রয়েছে এই তালিকায়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

নিহতদের মধ্যে ৮৯২ জন বন্যার পানিতে ডুবে, ৫০৬ জন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে, ১৮৬ জন ভূমিধসে এবং ৪৫৪ জন বর্ষণজনিত অন্যান্য দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।

আরও পড়ুনঃ  ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে, আশা ট্রাম্পের

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধস কবলিত বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের ১৬০টি দল কাজ করছে। এর মধ্যে হিমাচলে ১৭টি, মহারাষ্ট্রে ১৪টি, উত্তরপ্রদেশে ১২টি, জম্মু ও কাশ্মিরে ১২টি, আসামে ১০টি, পশ্চিমবঙ্গে ৯টি এবং উত্তরাখন্ডে ৯টি দল কাজ করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675