• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন মালিঙ্গা

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ২:৩৭

মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন মালিঙ্গা

অনলাইন ডেস্কঃ এ যেন ঘরের ছেলের ঘরে ফিরে আসা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মুম্বাইকে শিরোপার স্বাদ এনে দিয়েছেন বেশ কয়েকবারই। এবার সেই মুম্বাই ইন্ডিয়ান্সেই আবার ফিরেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় হিসেবে না। মুম্বাইতে তিনি ফিরছেন বোলিং কোচ হিসেব।।

২০২৪ আইপিএলকে সামনে রেখে এখন থেকেই নিজেদের টিম ম্যানেজমেন্ট সাজাতে শুরু করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো। কদিন আগেই হায়দরাবাদের কোচের পদে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। কোচ বদলেছে ভিরাট কোহলির দল ব্যাঙ্গালুরুও। এবার সেই তালিকায় যোগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের বোলিং বিভাগে শেন বন্ডকে সরিয়ে লাসিথ মালিঙ্গাকে বেঁছে নিয়েছে তারা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুম্বাইয়ের সাপোর্টিং স্টাফ হিসেবে এটা অবশ্য মালিঙ্গার দ্বিতীয় মেয়াদ। ২০১৮ সালে তাদের মেন্টর হিসেবে ছিলেন এই লঙ্কান পেসার। পরের বছর অবশ্য নিজেই নেমেছেন মাঠে। জাসপ্রিত বুমরাহকে নিয়ে মুম্বাইকে জিতিয়েছেন তাদের চতুর্থ শিরোপা।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

বোলিং কোচ হিসেবে অবশ্য আগেও কাজ করেছেন মালিঙ্গা। ২০২২ আইপিএল আসরে তাকে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে। এবার তিনি ফিরছেন নিজের চেনা ঘর মুম্বাইতে।

মুম্বাইয়ের হয়ে ৫ বার শিরোপার স্বাদ পেয়েছেন মালিঙ্গা। এরমাঝে চারটি আইপিএল (২০১৩, ২০১৫, ২০১৭ এবং ২০১৯) এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (২০১১)। সবমিলিয়ে মুম্বাইয়ের জার্সিতে ১৩৯ ম্যাচে ১৯৫ উইকেট শিকার করেছেন এই লঙ্কান পেসার।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

এদিকে মালিঙ্গা যোগ দেওয়ার কারণে দীর্ঘ ৮ বছর পর মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সাবেক কিউই পেসার শেন বন্ড। ২০১৫ সালে মাহেলা জয়াবর্ধনে হেড কোচ হয়ে আসার পরেই মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন বন্ড। নতুন দায়িত্ব হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির আমিরাতভিত্তিক দল এমআই এমিরেটসের হেডকোচ হবেন শেন বন্ড।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675