• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরলেন মাহি

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ৭:১১

নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরলেন মাহি

অনলাইন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার অভিজ্ঞতা জানিয়েই রোববার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুইটি পোস্ট দিয়েছিলেন এই নায়িকা।

যেখানে মাহি জানান, ‘কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা হঠাৎ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সিদ্ধান্ত নেই। কিন্তু হুট করে চাইলেই সেখানে বোট পাওয়া যায় না। ২০ তারিখের আগে কোনো বোট ফ্রি নেই। আমিও নাছোড়বান্দা, জামাইকে বলেছি ১৭ তারিখে আমাকে নিয়ে যেতেই হবে। জামাই দিশা না পেয়ে ফোন করলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণ ভাইকে। তিনি অন্যজনের বুকিং বাতিল করিয়ে ১৭ তারিখে আমাদের জন্য বোট রেডি করে দিলেন । বুঝতে পারলাম সুনামগঞ্জে তার বিশাল প্রভাব। ধন্যবাদ ফজলে রাব্বী স্মরণ ভাই। আপনি ছাড়া এই ট্রিপ বাতিল হয়ে যেত।’

আরও পড়ুনঃ  ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব : কারিনা

মাহির এই ইনস্টাগ্রাম পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের রোষানলে পড়েছেন তিনি। অনেকেরই মন্তব্য ক্ষমতার প্রভাব দেখিয়ে কাজটা মোটেও ঠিক করেননি ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  নীতা আম্বানির পোশাক পরে বিয়েতে হাজির নীতু!

আব্দুল্লাহ আল রায়হান নামের একজন লিখেছেন, ‘কি অদ্ভুত, ক্ষমতা দেখিয়ে অন্য জনের ট্রিপ ক্যান্সেল করে দিলেন।’ প্রশ্ন ছুঁড়ে দিয়ে আকাশ নামের এক অনুরাগীর মন্তব্য, ‘এটা কি ঠিক হলো? অন্যের বুকিং ক্যান্সেল করে, নিজে আনন্দ করবেন! অদ্ভুত এক পৈশাচিক চরিত্র আপনার।’

জয়া নামের একজন লিখেছেন, ‘বাহ! আরেক জনের বুকিং ক্যান্সেল করে ক্ষমতার দাপটে ট্রিপ! ওয়াও পাওয়ার।’ অনন্যা নামের একজনের মন্তব্য, ‘এ থেকে আমরা কি শিক্ষা পাই? ক্ষমতা থাকলেই অন্যের সুখ নষ্ট করা যায়।’

আরও পড়ুনঃ  বহু প্রেমের পর গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

মাহির এই পোস্ট সম্পর্কে ঢাকাপোস্ট থেকে যোগাযোগ করা হয় এই নায়িকার সঙ্গে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। নায়িকার ভাষ্য, ‘সব বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

অন্যের বুকিং বাতিল করা কি সঠিক কোনো কাজ কি-না, সে প্রশ্নের জবাব না দিয়েই ফোনের লাইনটি কেটে দেন তিনি।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675