স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক গৃহবধূর নগ্ন ভিডিও ব্ল্যাকমেল করে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর ভাড়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল হাসিব নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। র্যাব জানায়, হাসিব ভিকটিমের স্বামীর ফোন থেকে তার গোপন ভিডিও নিজের ফোনে নিয়ে নেন। পরে ফেসবুকে ফেক আইডি খুলে ওই ভিডিও পাঠাতে থাকেন। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। ভিকটিম চাঁদাও দেন। এরপর আরও চাঁদা দাবি করেন হাসিব। পরে ওই নারী থানায় অভিযোগ করেন।
র্যাব অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, হাসিবকে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।