• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অসুস্থ শামীম পাটোয়ারী, নেই অনুশীলনে

প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ১১:০২

অসুস্থ শামীম পাটোয়ারী, নেই অনুশীলনে

অনলাইন ডেস্কঃ একদিন আগেই জাতীয় দলের সঙ্গে ভারতে বিশ্বকাপের ভিসার জন্য আবেদন করেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী। তবে আজই মিস করেছেন জাতীয় দলের নিয়মিত অনুশীলন। অসুস্থতার কারণে মিরপুরের হোম অব ক্রিকেটেই আসেননি তিনি।

শামীমের অসুস্থতার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারো বলছি ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।’

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের আগে দলের অন্যতম সদস্য শামীমের অসুস্থতা দ্রুত সেরে ওঠার প্রত্যাশাই করবে টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে সাত নাম্বারের জন্য ভাবা হচ্ছে এই তারকাকে। তার আগে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পেসার এবাদত হোসেন। এই পেসারের বদলি হিসেবে এখনও কাউকে চূড়ান্ত করেনি বোর্ড।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘এখন থেকে সে ব্যাটিং করবে। ফিজিও ট্রেনার বিষয়টি দেখছে।’
গত রোববার প্রথমবারের মতো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে দেখা যায় তামিমকে। দুপুর আড়াইটা নাগাদ ব্যাট করতে নেমে প্রায় মিনিট বিশেকের মতো ব্যাট করেছিলেন তারকা এই ওপেনার। এ সময় নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675