অনলাইন ডেস্কঃ আরও একবার নিজের পুরাতন প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। এএফসি কাপের শিডিউল নিয়েই বর্তমানে ব্যস্ত আছে আকাশী নীল শিবির। মূল পর্বে যাওয়ার লড়াইয়ে আজ (মঙ্গলবার) কলকাতার সল্ট লেকে মাঠে নামবে তারা।।।
এএফসি কাপের প্লে অফ ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় সল্ট লেকে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহনবাগান। এই ম্যাচে জয়ী দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। তাই দুই দলের কাছেই ম্যাচটি ফাইনাল।
২০১৯ সালে আবাহনী এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছিল । এরপর আর মুল পর্বেই খেলতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। গত বার মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরেই বাদ পড়তে হয়েছে আবাহনীকে। এবারও বড় বাধা ভারতের অন্যতম পরাশক্তি মোহনবাগান সুপার জায়ান্ট।
গতকাল দুই ভাগে আবাহনী দল কলকাতায় পৌছায়। সন্ধ্যায় সল্ট লেকে অনুশীলন করে। আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস অনেকটা সতর্ক আজকের ম্যাচ নিয়ে, ‘বক্সের ভেতরে ভয়ঙ্কর তারা। আমাদের তাদের এই জায়গাতে থামাতে হবে। যদি তাদের আমরা থামাতে না পারি তাহলে ব্যবধানটা বড় হয়ে যাবে। হয়তো ম্যাচের ফল আমাদের পক্ষে থাকবে না।’ এরপরও আশা দেখছেন কোচ, ‘ আমাদের জেতার সামর্থ্য রয়েছে। আশা করি ভালো কিছু হবে। ‘
এর আগে প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারায় আবাহনী। মোহনবাগান নেপালের মাহিন্দ্রাকে ৩-১ গোলে হারিয়ে প্লে অফে উঠেছে।