স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনাঝালপুকুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র্যাব। এ সময় চোলাই মদ উৎপাদনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- রনজিত সরদার (৪০), রতন সরদার (৪৫), ভটকা মার্ডি (৩৫), যোহন মুর্মু (২৬) ও অজিত সরদার (৩০)। শনিবার ভোরে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।
এতে বলা হয়, এদের কাছ থেকে ২ হাজার ৯৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনপুর থানায় একটি মামলা করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।