• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফেল থেকে জিপিএ-৫

প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ৪:১৭

ফেল থেকে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার :রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফল জিপিএ-৫ অর্জন করেছেন একজন শিক্ষার্থী। সোমবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১৪৯৫১৫ রোল নম্বরের ওই পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের রসায়নে ফেল করেছিলেন। তবে খাতা চ্যালেঞ্জ করে তিনি রসায়নে এ প্লাস পেয়েছেন। ফলে আগে ফেল করলেও তার সার্বিক ফল বা গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ)-৫ এসেছে।

আরও পড়ুনঃ  বাগমারায় মরিচ হলুদের সঙ্গে সংগ্রামী জীবন আব্দুল মালিকের

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- ফলাফল পরিবর্তন হয়েছে ৩৬৩ জন পরীক্ষার্থীর। খাতা চ্যালেঞ্জ করে এ বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে মোট জিপিএ-৫ পেয়েছ ১৫১ জন। ফেল থেকে পাস করেছে ৪১ পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ  রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

প্রসঙ্গত, ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২৬ হাজার ৮৭৭ জন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675