• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মন্দিরে জুতা পায়ে প্রবেশ করে তোপের মুখে রাঘব-পরিণীতি

প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ২:০৩

মন্দিরে জুতা পায়ে প্রবেশ করে তোপের মুখে রাঘব-পরিণীতি

অনলাইন ডেস্ক: আগামী ২৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসবে বিয়ের আসর। বিয়ের প্রস্তুতি শুরু করার আগেই শনিবার (২৬ আগস্ট) মহাকাল মন্দিরে পূজা দেন পরিণীতি চোপড়া। সঙ্গে ছিলেন অভিনেত্রীর হবু স্বামী রাঘব চড্ডা।

পরিণীতির পরনে শাড়ি, আঁচল দিয়ে ঢাকা গা। রাঘবের পরনে লাল ধুতি ও উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা। এই সাজ নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। তবে অভিনেত্রী ও তার হবু স্বামী আপ পার্টির নেতার পায়ে চটি দেখেই খেপেছেন নেটিজেনরা। মন্দিরের ভেতরে কীভাবে চটি পরে প্রবেশের অনুমতি মিলল, সেই নিয়ে চলছে কড়া সমালোচনা।

আরও পড়ুনঃ  ‘শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’

রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদ বা হোটেলে সাত পাক ঘোরার পর একটি বা দু’টি নয়, তিনটি শহরে রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে তাদের। দিল্লিতেই জন্ম রাঘবের। সেখানেই বড় হয়ে ওঠা। তার বেশিরভাগ আত্মীয়-পরিজন এবং বন্ধু দিল্লির বাসিন্দা। তাই দিল্লিতে একটি রিসেপশন পার্টি থাকছেই।

আরও পড়ুনঃ  খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

তবে খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হতে চলেছে বিয়ের যাবতীয় আয়োজন। তবে বিয়ের আগে মহাদেবের আশীর্বাদ নিতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন রাঘব-পরিণীতি।

আরও পড়ুনঃ  আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, চটি পরে কে মন্দিরে যায়, যত ঢ‌ং’, কারও মতে, চটি পরে মন্দিরে না ঢোকার নিয়ম এই ধরনের নির্লজ্জ অভিনেতাদের জন্য নয়। কেউ কেউ আক্ষেপ করে লেখেন, যত নিয়ম শুধু সাধারণ মানুষের জন্য। যদিও এই প্রসঙ্গে রাঘব বা পরিণীতির কেউই কোনও মন্তব্য করেননি।

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:১২
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:১২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675