সংবাদ বিজ্ঞপ্তি : উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে নিরসনে জেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালাটির আয়োজন করা হয়।
নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা জনাব এস. এম মাহমুদুর রশিদ, জেলা শিক্ষা অফিসার জনাব মোহা. আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব উম্মে কুলসুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক- জনাব সাহিদা আখতার এবং জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব, আব্দুল মান্নান।
কর্মশালাটির উদ্বোধন ও পরিচয় পর্বের পরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশনের এলাকা সমন্বয়কারী জনাব রুহুল আমিন। সেখানে এলাকার সমস্যা নিয়ে একটি স্লাইড উপস্থাপণ করা হয়। সেখানে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের প্রবণতা অনেক বেশী পাশাপাশি মাদকের একটি ভয়াবহ চিত্র। তৃণমূলের প্রান্তিক পর্যায়ের জনগণও কর্মশালায় তাদের সমস্যাগুলো তুলে ধরেন।
জেলা সিভিল সার্জন কর্মকর্তা বলেন, আমি ডাসকো ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চায় একসাথে এতগুলো ডিপার্টমেন্টকে যুক্ত করার জন্য। আমি মনে করি আজকের সকলের একত্রিত পরিকল্পনায় আমরা সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব করতে পারব। তবে আমি মনি করি বাল্য বিয়ে শুধু সামাজিক ব্যাধি নয় এটি মনসতাত্ত্বিক বিষয়েও পরিণত হয়েছে। তাই আমি আশা করব আপনারা মানুষের সাথে আরো ভালোভাবে মিশে তাদের ভিতরকার সমস্যা তুলে এনে তা সমাধানে আরো বেশী তৎপর হবেন।
সংলাপে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, আজকে যে বিষয় উত্থাপিত হল এই বিষয়গুলো নিরসনে প্রথমে নিজেদেরকে সচেতন হতে হবে। কোন ঘটনা ঘটলে চুপ করে না থেকে প্রতিবাদ করতে হবে। নির্যাতন প্রতিরোধে আমরা সরকারের হটলাইন নাম্বারগুলো ব্যবহার করতে পারি। আপনারা প্রয়োজনে সরাসরি আমাকেও ফোন করতে পারেন।
মাঠ পর্যায়ে এই বিষয়গুলো বেশি বেশি আলোচনার উপর গুরুত্বারোপ করে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, স্কুল বা কমিউনিটি পর্যায়ে আলোচনা বাড়াতে হবে। বাল্য বিবাহ কুফল সম্পর্কে আমরা অনেকে জানি না। আবার নির্যাতনের ধরনগুলো না জানার কারণে আমরা মনে করি না কোনটি নির্যাতন আর কোনটি নির্যাতন নয়। আজকে যারা এখানে ছাত্রছাত্রী আছ আমি তাদেকে বলব তোমরা বাল্য বিবাহ করবে না এবং এর শিকার হলে প্রধান শিক্ষক বা সরাসরি আমাকে জানাবে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।
জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, এই প্রকল্প একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যারা আছেন তারা থেকে যাবেন। তাই আমি মনে করি প্রকল্প শেষ হয়ে গেলেও আপনারা যারা তৈরী হচ্ছেন তারা এই কাজগুলো চালিয়ে যাবেন এবং আরো বেশী মানুষকে উদ্ধুদ্ধ করবেন।
কর্মশালায় নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এই সুপারিশসমূহ প্রস্তাব করেন যুক্ত প্রকল্পের স্টুডেন্ট ফোরাম ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ। যৌথ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য ও ডাসকো ফাউন্ডেশনের কর্মীগণ।