অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সাওলাকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে চীন। ঝড়টি হংকং ও পার্শ্ববর্তী গুয়াংডংসহ অন্যান্য প্রদেশের গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রগুলোকে হুমকির মুখে ফেলেছে। খবর দ্য গার্ডয়ান।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ছয়টা নাগাদ গুয়াংডং উপকূল থেকে ২৯৫ কিলোমিটার দূরে ছিল সাওলা। এ সময় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার বেগে উপকূলে দিকে এগোচ্ছে। তবে একপর্যায়ে শক্তি হারানোর পূর্বাভাস রয়েছে।
আরো জানানো হয়, স্থানীয় সময় সকাল নয়টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার।
আগামীকাল শুক্রবার বিকাল থেকে রাতের মধ্যে গুয়াংডংয়ের হুইলাই কাউন্টি ও হংকংয়ের মাঝে কোথাও উপকূল বরাবর আছড়ে পড়বে সাওলা।
সতর্কতা হিসেবে বেশ কয়েকটি প্রধান ট্রেন লাইনে চলাচল স্থগিত করা হয়েছে। চলছে না সাংহাই-গুয়াংডংগামী ট্রেন।
সপ্তাহের শুরুতে সাওলা ফিলিপাইন অতিক্রম করেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
টাইফুনের কারণে চীনের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে, এতে প্রায় ৫০ হাজার মানুষকে বাড়ি ছেড়ে আসতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।