• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েন

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৫৭

যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েন

অনলাইন ডেস্ক: যুদ্ধের প্রস্তুতি হিসেবে এবার অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েন করেছে রাশিয়া।
ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এরপর রাশিয়ার শত্রুরা মস্কোকে হুমকি দেওয়ার আগে ‘দুইবার চিন্তা’ করবে।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধানকে উদ্ধৃত করে শুক্রবার রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
সংস্থাটির প্রধান ইউরি বোরিসভ বলেছেন, সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘যুদ্ধের জন্য সতর্কাবস্থায়’ রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ১০ টন ওজনের আরএস-২৮ সারমাত ক্ষেপণাস্ত্র এমআইআরভি ওয়ারহেড দিয়ে বিশ্বের উত্তর বা দক্ষিণ মেরুর যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুনঃ  চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

এদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, মস্কো সারমাতকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে, এমন তথ্য নিশ্চিত করার মতো অবস্থানে তিনি নেই।

আরও পড়ুনঃ  চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর বুধবার থেকেই : যুক্তরাষ্ট্র

এর আগে গত ফেব্রুয়ারিতে পুতিন বলেছিলেন, রুশ অস্ত্রাগারের বেশ কয়েকটি উন্নত অস্ত্রের মধ্যে সারমাত একটি, যা শিগগিরই মোতায়েনের জন্য প্রস্তুত হবে।

আরও পড়ুনঃ  ইসরাইলি মন্ত্রীর সাথে বিরল আলোচনায় ফিলিস্তিনি স্বার্থের ওপর জোর দিল সংযুক্ত আরব আমিরাত

সারমাত একটি ভূগর্ভস্থ সাইলো-ভিত্তিক ক্ষেপণাস্ত্র। রুশ কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, এটি সর্বোচ্চ ১০টি ওয়ারহেড বহন করতে পারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675