• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাদ্রার্সা আ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন পবা

প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩১

মাদ্রার্সা আ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন পবা

স্টাফ রিপোর্টার: অনাড়াম্বর আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রার্সা অ্যাথলেটিকস প্রতিযোগিতা রোববার শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪৩ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে পবা উপজেলা আর ৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে চারঘাট উপজেলা ও ৩৩ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করেছে বাঘা উপজেলা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

ব্যাক্তিগত ইভেন্টে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে ছাত্রী বিভাগের ক গ্রুপে সাবরিনা , ছাত্র বিভাগের ক গ্রুপে ৯ পেয়েন্ট পেয়ে সাজু  ও ছাত্রীদের খ’ গ্রুপে স্ববনিল সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলে শেষে জেলা প্রশাসক ও জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

এ সময় অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী , জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি রমজান আলী, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য লুৎফর রহমান বাবু, অতিরিক্ত সাধারন সম্পাদক শাসুজ্জামান রতন ও সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675