• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিদেশি বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া

প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৭

বিদেশি বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক: গোল্ডেন ভিসায় ৫ থেকে ১০ বছর মেয়াদের জন্য ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি পাওয়া যাবে।
বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি ও কর্পোরেট বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গোল্ডেন ভিসা প্রকল্প চালু করছে ইন্দোনেশিয়া। জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে নতুন এই প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। রোববার ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ইন্দোনেশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেছেন, গোল্ডেন ভিসায় ৫ থেকে ১০ বছর মেয়াদের জন্য ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি পাওয়া যাবে।

আরও পড়ুনঃ  চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

ইন্দোনেশিয়ার সরকারের নীতিমালা অনুযায়ী, পাঁচ বছর মেয়াদের গোল্ডেন ভিসার জন্য বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিদের দেশটিতে ২৫ লাখ ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করতে হবে। আর ১০ বছর মেয়াদের ভিসার ক্ষেত্রে ৫০ লাখ ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং স্পেনসহ বিশ্বের অন্যান্য কিছু দেশও পুঁজি ও উদ্যোক্তা বাসিন্দাদের আকৃষ্ট করতে বিনিয়োগকারীদের জন্য প্রায় একই ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলি বর্বরতা, পাকিস্তান-জুড়ে বিক্ষোভের ডাক জামায়াতে ইসলামীর

অন্যদিকে, কর্পোরেট বিনিয়োগকারী পরিচালক ও কমিশনারদের পাঁচ বছর মেয়াদের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য দেশটিতে আড়াই কোটি ডলার বিনিয়োগ করতে হবে। আর তারা যদি ১০ বছর মেয়াদের ভিসা পেতে চান, তাহলে এই বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ অর্থাৎ ৫ কোটি ডলার করতে হবে।

তবে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে যে বিদেশি বিনিয়োগকারীরা কোম্পানি প্রতিষ্ঠা করতে চান না, তাদের জন্য ভিন্ন ভিন্ন বিধানও রয়েছে। এসব বিধিবিধানের মধ্যে দেশটিতে সাড়ে তিন লাখ থেকে ৭ লাখ ডলারের অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে; যা ইন্দোনেশিয়ার সরকারি বন্ড কেনার জন্য ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুনঃ  ইসরাইলি মন্ত্রীর সাথে বিরল আলোচনায় ফিলিস্তিনি স্বার্থের ওপর জোর দিল সংযুক্ত আরব আমিরাত

সিলমি করিম বলেছেন, ‘ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর গোল্ডেন ভিসাধারীদের আর নতুন করে পারমিটের জন্য আবেদন করতে হবে না।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675