অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজকের বড় প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়া কাপের ম্যাচে লাহোরের গাদ্দাফিতে লড়ছেন সাকিবরা। ঢাকায় বসুন্ধরার কিংস অ্যারেনায় জামালরাও লড়ছেন আফগানদের বিপক্ষে। লাহোরের ম্যাচের নিয়ন্ত্রণ এখন পর্যন্ত বাংলাদেশের অধীনে। তেমনি কিংস অ্যারেনাতেও জামালদের প্রাধান্য ছিল প্রথমার্ধে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে।
প্রথমার্ধে স্বাগতিক বাংলাদেশ বল পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল। গোলের সুযোগও সৃষ্টি হয়েছিল কয়েকটি। বিশেষ করে মোরসালিন ও রাকিবের বোঝাপড়ায় সুন্দর একটি আক্রমণ হয়েছিল। ২৪ মিনিটে মোরসালিনের বাড়ানোর বলে রাকিব বক্সে দারুণ জায়গায় বল পেয়েছিলেন। একটু বল নিয়ে প্রবেশ করে শটও নেন। ততক্ষণে আফগান ডিফেন্ডার ব্লক করেন।
মিনিট তিনেক পরেই আফগানরা কাউন্টার অ্যাটাক করে। কাউন্টার অ্যাটাকটি গোল হয়ে যাচ্ছিল প্রায়। আফগাদের শট তারিক কাজীর পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। গোলরক্ষক জিকো ছিলেন নিরুপায়।
২৯ মিনিটে বাংলাদেশ দ্রুত গতির কাউন্টার অ্যাটাক করে। আফগান গোলরক্ষক ফয়সাল আহমেদ বক্সের অনেক সামনে এগিয়ে আসেন কয়েক বারই। এই যাত্রায় তিনি অনেক সামনে ছিলেন। বাংলাদেশের ফরোয়ার্ড শেখ মোরসালিন বল নিয়ন্ত্রণও নেন। এরপরও গোল পায়নি শেষ পর্যন্ত।
বৃষ্টির জন্য মাঠ কিছুটা ভারী। দুই দলের ফুটবলারই ফাউল করেছেন বেশ কয়েকবার। দুই দলই কয়েকটি ফ্রি কিক পেলেও তেমন আক্রমণাত্মক কিছু করতে পারেনি। প্রথমার্ধে কর্ণার সংখ্যা আফগানদের চেয়ে বাংলাদেশ এগিয়ে ছিল।