• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩৮

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি ওসমান গনি নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এঘটনার জন্য স্থানীয় আধিপত্যকে দায়ী করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।

আরও পড়ুনঃ  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাইসহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান আব্দুর রাহ্জাকেক কুপিয়ে হত্যা করে। ওই মামলার প্রধান আসামি ছিল ওসমান গনি। আজ রোববার

আরও পড়ুনঃ  নগরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা

সকালে বাড়ি থেকে বের হয়ে ডাঙ্গাচিলান বাজারে গাড়ীর তেল নেয়ার জন্য অপেক্ষা করছিল ওছমান গণি। এসময় সেখানে প্রতিপক্ষর ১০/১৫ লোকজন তাকে ঘিরে ধরে প্রথমে হাত পায়ের রগ কাটে।তারপর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কোপাতে থাকে।

আরও পড়ুনঃ  কৃষকের সেচ সেবা বাড়াতে বিএমডিএর হটলাইন সেবা চালু

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওই ঞটনার জেরেই তাকে হত্যা করা হতে পারে।
ওসি মো. উজ্জল হোসেন জানান, নিহতের
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে বলে এ কর্মকর্তা জানান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675