• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জ্যাকুলিনের জন্য বিশ্বমানের পশু হাসপাতাল বানাচ্ছেন সুকেশ!

প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪৪

জ্যাকুলিনের জন্য বিশ্বমানের পশু হাসপাতাল বানাচ্ছেন সুকেশ!

অনলাইন ডেস্ক: ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই দিন কাটছে ধনকুবের কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। তবে জ্যাকুলিনকে যেন তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। জেলে থেকেই ভালোবাসার মানুষকে একের পর এক চিঠি লিখে চলেছেন তিনি।

এবার তিনি জ্যাকুলিনকে লেখা চিঠিতে দাবি করেছেন, বেঙ্গালুরুতে তিনি পশুদের জন্য সুপার স্পেশালিটি পূর্ণাঙ্গ, বিশ্বমানের হাসপাতাল বানাচ্ছেন। হাসপাতালটির আয়তন ২৫ হাজার বর্গফুট এবং যেটি তৈরির বাজেট ২৫ কোটি রুপি। জ্যাকুলিনের প্রতি ভালোবাসা থেকেই এই হাসপাতাল বানাচ্ছেন বলে দাবি করেছেন সুকেশ।

আরও পড়ুনঃ  গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!

জ্যাকুলিনের উদ্দেশে লেখা চিঠিতে তাকে ‘মাই বেবি ডল’ সম্বোধনে সুকেশ দাবি করেছেন, এই হাসপাতালটি পশুদের প্রতি তোমার ভালোবাসা উপলব্ধি করাবে। এটি সমগ্র এশিয়ার মধ্যে সেরা একটি হাসপাতাল হবে, যেমনটি তুমি কল্পনা করেছিলে। আমার দল সব কিছু দেখছে। ১১ সেপ্টেম্বর ২০২৪-এ হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে যেদিনটি তোমার জন্মদিন মাই বেবি।

সুকেশ দাবি করেছেন, দক্ষিণ ভারতের সব থেকে শীর্ষ পরিকাঠামো দেওয়া হবে এই হাসপাতালকে। সংযুক্ত আরব আমিরশাহিতেও আরও একটি হাসপাতাল তৈরি করা হবে। যাতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে দেরি না হয়, সে জন্য অগ্রিম টাকাও দেওয়া হয়ে গেছে— সব সরঞ্জাম জার্মানি থেকে আমদানি করা হবে। হাসপাতালের থিম হবে সাদা ও গোলাীপ। আমাদের দেশের সেরা পশু চিকিৎসকরা সেই হাসপাতালে থাকবেন। সব চিকিৎসা ও সার্জারি বিনামূল্যে দেওয়া হবে, ঠিক যেমন তুমি চেয়েছিলে আমার রানি। আমি আশা রাখি এটা তোমার মুখে হাসি ফোটাবে। তোমার হাসি ও ভালোবাসা এই পর্যায়ে আমাকে শক্তি দেয়। বেবি, ইউএসএতে ভারতীয় প্যারেডে তোমাকে অত্যাশ্চর্য লাগছিল আর তাতে আমি আবারও তোমার প্রেমে পড়েছি।

আরও পড়ুনঃ  ‘শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’

সুকেশ আরও উল্লেখ করেছেন যে, তিনি ‘জওয়ান’ ছবির ‘চালেয়া’ গানে নেচেছেন। আর সেই নাচ তিনি প্রিয়তমা জ্যাকুলিন উৎসর্গ করেছেন। সঙ্গে গানটি তৈরি করার জন্য শাহরুখ খান এবং অনিরুদ্ধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুকেশ।

আরও পড়ুনঃ  উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

প্রসঙ্গত, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ইডির চার্জশিটে জানা গেছে জ্যাকুলিনকে বিভিন্ন সময় বহুমূল্য উপহার দিয়েছেন সুকেশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675