• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নারী ফুটবলে চ্যাম্পিয়ন রাজশাহী

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩৩

নারী ফুটবলে চ্যাম্পিয়ন রাজশাহী

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্টিত আন্তঃ বিভাগীয় অনুর্ধ-১৫ জাতীয় নারী ফুটবল দলের ফাইনাল খেলায় রাজশাহী ও লালমনিরহাট জেলা খেলার প্রথমার্ধে ১-১ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে রাজশাহী ৪-১ গোলে লালমনিরহাট জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই টুর্নামেন্টে ৮টি বিভাগের ১৬টি জেলা অংশ গ্রহন করে। গতকাল রোববার খেলা শেষে চাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুবা আরা (সংসদ সদস্য)। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা ফিরোজা করিম নেলীসহ অংশ গ্রহনকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়গন উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা নারীদল চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার আন্তরিক অভিনন্দন জাুনিয়েছেন ও তাদের মঙ্গল কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675