• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হাতকড়া দেখিয়ে টাকা আদায়, ৩ জনকে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৬

হাতকড়া দেখিয়ে টাকা আদায়, ৩ জনকে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে পুলিশ পরিচয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বাধাইড় ইউনিয়নের শিকপুর দিয়াড়াপাড়া গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় তাঁদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনকে গ্রেফতারের পর দেহ তল্লাশি করে বিভিন্নজনের কাছে থেকে আদায় করা টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে ভুয়া অডিট অফিসারের আইডি কার্ডও পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে স্কুলের পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

গ্রেফতার তিনজন হলেন— তানোর উপজেলার বাসিন্দা এলাকার রাকিব হোসেন (৩০), আড়াদিঘির গ্রামের তৌহিদুল ইসলাম (২৫) ও দেবীপুর এলাকার মুন্না সরকার (২৩)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামে দিয়ারা পাড়ায় পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রামে যান। সেখানে লোকদের হাতকড়া পরিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছে থেকে আড়াই হাজার টাকা আদায় করেন।

আরও পড়ুনঃ  বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

এরপর স্থানীয় বাসিন্দা বিশ্বনাথের কাছ থেকে আরও ১০ হাজার টাকা চাঁদা চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। তখন তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে মুন্ডুমালা ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

ওসি আব্দুর রহিম বলেন, ‘তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তানোর থানায় মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675