স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় মাদক বহণকালে নাটোর জেলার লালপুর থানা এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, জুমাত ঘোষ ওরফে জুলমত (৩২) ও আলমগীর প্রামানিক (৪৫)।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৮ সেপ্টেম্বর) ১৫.৪০ টাায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে কোম্পানী অধিনায়ক, মেজর, আশিকুর রহমান এবং কোম্পানী উপঅধিনায়ক, সহকারি পুলিশ সুপার, মো. নুরল হুদা দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চানাচুর বিক্রির ড্রামে করে বহনকালে শুকনো গাঁজা ৫ কেজিসহ আসামী মো. জুমাত ঘোষ ওরফে জুলমত (৩২) কে গ্রেফতার করা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত পাঁচ কেজি গাঁজার মূল মালিক আলমগীর প্রামানিক (৪৫), হায়দার আলী (৪৮), রাজু প্রামানিক (২৪)। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী জুলমত এর তথ্য মতে অভিযান পরিচালনা করে মাদক কারবারীর মূলহোতা আলমগীর প্রামানিক (৪৫) কে গ্রেফতার করা হয়। আর অন্য আসামী হায়দার আলী (৪৮) ও মো. রাজু প্রামানিক (২৪) পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা পলাতক আসামীসহ জব্দকৃত আলামত গাঁজা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এই ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।