• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ব্যর্থ মাহমুদউল্লাহ, জেতালেন সৌম্য-মুমিনুলরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪০

ব্যর্থ মাহমুদউল্লাহ, জেতালেন সৌম্য-মুমিনুলরা

অনলাইন ডেস্ক: জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি ম্যাচ। ছায়া দল বাংলা টাইগার্স ও এশিয়ান গেমসের সম্ভাব্য দলের মধ্যকার এই ম্যাচে শুরুতে করতে নেমে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তরুণ ব্যাটার জাকির হাসান ও শাহাদাত হোসেন দিপু। তাদের ব্যাটে ভর করে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান করে এশিয়ান গেমস স্কোয়াড। জবাবে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলা টাইগার্স।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার, মুমিনুল হক ও সোহানরা রান পেলেও ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নুরুল হাসানের সোহানের নেতৃত্বে প্রথম ফিল্ডিং করতে নামে বাংলা টাইগার্স।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন ওপেনার জাকির হাসান। এছাড়া শাহাদাত হোসেন দিপুও করেছেন ৮৪ রান। টাইগার্সের হয়ে বল হাতে ৯ ওভারে ৫৭ রান খরচ করে ৪ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। এছাড়া ৪ ওভার বল করে সৌম্য সরকার দেন ৩১ রান।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড সিরিজের আগে দলে ফেরার লড়াইয়ে থাকা মাহমুদউল্লাহ প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞ এই ব্যাটার এশিয়ান স্কোয়াডের বিপক্ষে মন্থর ব্যাটিং করে থিতু হয়েই ফিরে যান। ২ চারে ৩৯ বল খেলে সাজঘরে ফেরার আগে করেছেন ২৬ রান। এদিন মাঠে বসে রিয়াদের খেলা সরাসরি দেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আরও পড়ুনঃ  একুশে পদক পাওয়ার দুই ঘণ্টা পর সাবিনাদের বাদ দিয়ে দল ঘোষণা

রিয়াদ ব্যর্থ হলেও এদিন বাংলা টাইগার্সের হয়ে আলো ছড়িয়েছেন মুমিনুল হক (৭৬ বলে ৭৬) ও সৌম্য সরকার (৪৬ বলে ৪০)। এছাড়া দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান ৪৫ বলে ৬৫ রান করেছেন। দলও শেষমেশ ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675