• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রামেক হাসপাতালে সর্বোচ্চ ডেঙ্গু রোগী, আটজনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫০

রামেক হাসপাতালে সর্বোচ্চ ডেঙ্গু রোগী, আটজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি ডেঙ্গু মৌসুমে এ পর্যন্ত ১ হাজার ৪৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এক মৌসুমে এত বেশি সংখ্যক রোগী আগে আর কখনোই ভর্তি হননি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মো. মকবুল (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এই বৃদ্ধের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। ১১ সেপ্টেম্বর রাতে ভর্তি করা হয়েছিল তাকে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ চার সমন্বয়ক

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ জানান, বর্তমানে হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১১৯ জনই স্থানীয়ভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত। তারা ঢাকা কিংবা অন্য কোথাও যাননি। শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৩ জন। এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দিনেদুপুরে স্ত্রীর সামনেই যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা

তিনি আরও জানান, এ পর্যন্ত ভর্তি হওয়া ১ হাজার ৪৩৩ জন রোগীর মধ্যে ৮২৯ জনই স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ইতোমধ্যে ১ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে শারীরীক অবস্থা খারাপ থাকার কারণে আটজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, ‘আগে এক মৌসুমে এত বেশি সংখ্যক রোগী আর রামেক হাসপাতালে ভর্তি হননি। এবারই রোগীর সংখ্যা সর্বোচ্চ। আগের বছরগুলোতে শুধু ঢাকা থেকে আসা রোগীদেরই ভর্তি হতে দেখা গেছে। এ বছর স্থানীয়ভাবে অনেকে আক্রান্ত হচ্ছেন বলে রোগীর চাপ বেড়েছে। তবে হাসপাতালে চিকিৎসায় কোন সমস্যা হচ্ছে না। ওষুধ-স্যালাইনসহ প্রয়োজনীয় সবকিছুই প্রয়োজন মতো আছে। ডেঙ্গু পরীক্ষাও খুবই স্বল্প মূল্যে করা যাচ্ছে রামেক হাসপাতালে।’

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675