স্টাফ রিপোর্টার: সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার এবং জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আজকের তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে তাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। জ্ঞানবৃদ্ধি করার জন্য বইপড়ার কোনো বিকল্প নেই। শেখার মূল উপাদানই হলো বই। পাঠকের জ্ঞান ও বিবেক বিকশিত হয় বইপড়ার মাধ্যমে।
শরীর সচল থাকে ব্যায়ামের মাধ্যমে আর মস্তিষ্ক সচল থাকে বইপড়ার মাধ্যমে। এ সময় শিক্ষার্থীদের একাডেমিক বইপড়ার পাশাপাশি ধর্মীয় ও সাধারণ জ্ঞানের বইপড়ার পরামর্শ দেন তাঁরা। পরে বিভাগীয় বইমেলা ২০২৩ এ অংশগ্রহণকারী ৬০টি বইয়ের স্টল থেকে সেরা তিনটি স্টলকে ক্রেস্ট, সনদ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।