স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সরকার কর্তৃক নির্ধারিত পেঁয়াজ, আলু ও ডিমের দাম নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আলু ও পেঁয়াজের মূল্য তালিকা প্রর্দশন না করায় দুই দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী সোনার দেশকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) সরকার আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সেটি নিশ্চিতের জন্যই আজকে বাজারে অভিযান চালানো হয়েছে। সরকারের আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, আজকের অভিযানে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় মের্সস টুটুল এন্টারপাইজকে ৫শো টাকা ও অমিন টেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।