স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী মহানগরীর গণকপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে দ্বিতীয় অধিবেশনে মুকুল বিশ^াসকে সভাপতি, ছোটন সরদারকে সাধারণ সম্পাদক ও শাওন ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অধিবেশন কাউন্সিলের সভাপতিত্ব করেন আদিবাসী নেতা সুলতা হেমব্রম। বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, প্রচার সম্পাদক রামপদ মাহাতো, আদিবাসী নেতা মুকুল বিশ^াস, অমূল্য চন্দ্র প্রামানিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কাছে আদিবাসীদের ৯ দফা দাবি আদায়ে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আদিবাসীদের অধিকার রক্ষা পাবে। তাই নতুন কমিটিকে তারা রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডেই সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নের তাগিদ দেন। এর আগে সম্মেলন উপলক্ষে সকালে রাজশাহী নগরীতে একটি র্যালী বের করা হয়।