স্টাফ রিপোর্টার: চারঘাট উপজেলায় ২১২ বোতল ফেন্সিডিলসহ মো. আরিফুল ইসলাম জনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মো. আরিফুল ইসলাম জনি বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ন্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, শুক্রবার দিনগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট পাশুন্ডিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যে আমের বাগানে একটি পুরাতন কর্কসীটের (মাছ বহনের কাজে ব্যবহৃত) ভিতর ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।