ঢাকাSunday , 17 September 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী উৎসব আয়োজনে প্রস্তুতিমূলক সভা

Somoyer Kotha
September 17, 2023 10:55 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী উৎসব আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়র বলেন, যে ছোট্ট শিশুকে কোনো পাপ স্পর্শ করেনি, তাকেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বাঁচতে দেয়নি। শেখ রাসেল বেঁচে থাকলে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতো।

তিনি আরও বলেন, সারাদেশের পাশাপাশি রাজশাহীতেও শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হবে আগামী ১৮ অক্টোবর। সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তবে এবার আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীতে এই দিবসটি উদযাপন করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশী নাট্য ও চলচিত্র অভিনেতা এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা এ.বি.এম শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুল ইসলাম, আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন।

সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক, রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

সভায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ, হোটেল ও রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রাজশাহী নগরীর পদ্মার পাড়সহ বিভিন্ন স্থানে সংগীত, চিঠি লেখা, গীতিনাট্য, নৌকা বাইচ, মেলা, ম্যাজিক শো সহ তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বৃহৎ পরিসরে এবারের শেখ রাসেল দিবস পালন করা হবে। এরমধ্যে থাকবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।