সংবাদ বিজ্ঞপ্তি: প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সদস্য-২ (তানোর) মো: মাইনুল ইসলাম, চেয়ারম্যান-৩ সংরক্ষিত সদস্য-৩ ( পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম, সদস্য-১ ( গোদাগাড়ী) আব্দুর রশিদ, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিকুল ইসলাম, সদস্য-৮ (চারঘাট) মো: জনাব আলী, সংরক্ষিত সদস্য-১ (গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ ( মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক এস এম আল মতিন, সার্ভেয়ার আলিফ আলী, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।