• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

৬ উইকেট নেওয়া সিরাজই বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে

প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৬

৬ উইকেট নেওয়া সিরাজই বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে

অনলাইন ডেস্ক: এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার ওপর রীতিমতো ‘তাণ্ডব’ চালিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। এক ওভারে ৪টিসহ ৬ উইকেট নিয়েছিলেন ২১ রানে। শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করে ভারত যে শেষ পর্যন্ত ১০ উইকেটের জয়ে এশিয়া কাপের ট্রফি হাতে তোলে, তাতে মূল অবদান ডানহাতি এ পেসারেরই।

সিরাজের এমন দুর্দান্ত বোলিংয়ের ছাপ পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। ৮ ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন ভারতীয় এই পেসার। চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন সিরাজ। তবে মার্চেই অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের কাছে জায়গা হারান তিনি।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

এশিয়া কাপে ১২.২ গড়ে সিরাজের মোট উইকেট ১০। এই পারফরম্যান্সেই মূলত হ্যাজলউড, রশিদ খান, ট্রেন্ট বোল্টদের পেছনে ফেলতে পেরেছেন তিনি। আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রেহমান ও রশিদও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

দুই ধাপ এগিয়ে মুজিব এখন চারে। রশিদ এগিয়েছেন ৩ ধাপ, আছেন ৫ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬.৮৭ গড়ে ৮ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বাঁহাতি এই স্পিনারের বর্তমান অবস্থান ১৫তম।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

সিরাজের চেয়ে ১৬ রেটিং পয়েন্ট পিছিয়ে ২ নম্বরে হ্যাজলউড। তিনে থাকা বোল্ট অস্ট্রেলিয়ান পেসারের চেয়ে পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান সাকিব আল হাসানের, তাঁর অবস্থান ১৪ নম্বরে। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩ উইকেট নেওয়ার পরও মোস্তাফিজুর রহমান তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৯ নম্বরে।

সেঞ্চুরির পর হাইনরিখ ক্লাসেন
সেঞ্চুরির পর হাইনরিখ ক্লাসেনছবি: এএফপি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ বলে ১৭৪ রানের ইনিংস খেলা হাইনরিখ ক্লাসেন ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২০ ধাপ। বর্তমানে এই ব্যাটসম্যানের অবস্থান ৯ নম্বরে। এগিয়েছেন ইংল্যান্ড ওপেনার ডেভিড ম্যালানও। নিউজিল্যান্ড সিরিজে ৩ ম্যাচ খেলে ২৭৭ রান করে ক্যারিয়ার–সেরা ১৩তম অবস্থানে ম্যালান। এশিয়া কাপে নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলা সাকিব ব্যাট হাতে তিন ধাপ এগিয়েছেন। বর্তমানে এই বাঁহাতি ব্যাটসম্যানের অবস্থান ৩১তম। শীর্ষ আছেন যথারীতি বাবর আজম।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
দ. কোরিয়ায় মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675