তথ্যবিবরণী : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বিমানযোগে সকাল সাড়ে আটটায় রাজশাহী এসে পৌঁছাবেন।
বেলা এগারোটায় মন্ত্রী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় রাজশাহী বিভাগের মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি বিকাল সাড়ে তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের আইবিএসে বঙ্গবন্ধু অধ্যাপক কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মন্ত্রী ওই দিন সন্ধ্যা সোয়া ছয়টায় ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।