অনলাইন ডেস্ক:একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে ভারত। বাংলাদেশের রক্ষণভাগ আর গোলকিপার মিতুল মারমাকে এজন্য কৃতিত্ব দিতেই হবে। কিন্তু সুনীল ছেত্রীর দল ৮৩ মিনিটে ঠিকই সেই বাধা উতরেছে। পেনাল্টি আদায় করে নিয়ে এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশকে হারিয়েছে ১–০ গোলে। প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে আত্মঘাতী গোলে হারের পর ভারতের কাছে পেনাল্টি থেকে গোল খেয়ে হার। খুব যে খারাপ খেলেছে বাংলাদেশ বলা যাবে না। ভারতের সঙ্গে চোখে চোখ রেখেই লড়েছে মজিবর রহমান জনি, ইসা ফয়সালরা। কিন্তু আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করতে না পারা, প্রাপ্ত সুযোগ নষ্ট করার মাসুল তো দিতেই হবে। সেটিই আজ হাংজুতে দিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল।
প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ নষ্ট করেছেন। দ্বিতীয়ার্ধে করেছেন মজিবর রহমান জনি। ফাহিমের চেয়ে মজিবর রহমানের সুযোগটা মোটামুটি সহজই ছিল। মিতুল মারমা আগাগোড়াই ভালো খেলেছেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে করেছেন অবিশ্বাস তিনটি সেভ। ছেত্রীর নেওয়া পেনাল্টিটি ঠেকাতেও সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু ভারতের জার্সিতে ৯২ গোল করা অভিজ্ঞ এই তারকার শট ঠেকাতে পারেননি।
Details coming….