স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফাহিমা খাতুন (৪৭)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ফাহিমা খাতুন নামের এই রোগীকে ১৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ জানান, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে হাসপাতালে নয়জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ৬৯৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৫০৯ জন। এখনও চিকিৎসা নিচ্ছেন ১৭৭ জন।