ঢাকাFriday , 22 September 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভূয়া ডাক্তারের অপারেশনে অন্ধ হলেন প্রসূতি

Somoyer Kotha
September 22, 2023 7:11 pm
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম থেকে ক্লিনিকের পরিচালক মনিরুল ইসলাম স্বপন কে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকের ভূয়া পরিচয় দিয়ে সে রোগি দেখে আসছিলেন।
জানা যায়, ওই ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র ও অপারেশন থিয়েটারের ফিটনেস ছিল না। দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে মনিরুল ইাসলাম সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন করছিলেন। তিনি ৮ম শ্রেণি পাস মাত্র। অথচ তিনি ডাক্তার পরিচয় দিয়ে ক্লিনিক চালাচ্ছিলেন

। ভূয়া ডাক্তার মনিরুলের বাড়ি রাজশাহীতে। সাপাহার তিলনি গ্রামের প্রসূতি মা পপি জানান, তিনি ১৮সেপ্টেম্বর রাতে সততা ক্লিনিকে সিজার করেন। তিনি বলেন, সিজার করার পর আমি চোখে আর কিছু দেখতে পাই না। আমি দৃষ্টি ফিরে পেতে চাই।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার তিলনা রোড সরফতুল্লাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় ভূয়া ডাক্তার মনিরুলকে আটক করে ক্লিনিক বন্ধ করে দেন এবং মনিরুলকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।