অনলাইন ডেস্ক: আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৩ জানুয়ারি থেকে টুর্নামেন্ট চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। এই দলগুলোকে ৪টি গ্রপে ভাগ করে সূচি দিয়েছে আইসিসি। যেখানে ভারতের গ্রুপে পড়েছে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আরও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া এবং ‘ডি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
১৪-০১-২০২৪ ভারত প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৮-০১-২০২৪ আয়ারল্যান্ড সিংহলিজ স্পোর্টস ক্লাব, কলম্বো
২১-০১-২০২৪ যুক্তরাষ্ট্র কলম্বো ক্রিকেট ক্লাব, কলম্বো
১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত গ্রুপ পর্বের খেলা মাঠে গড়াবে। গ্রুপপর্ব শেষে ১২টি দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্স হবে দুটি গ্রপে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি, সেদিন যুবা টাইগারদের প্রতিপক্ষ ভারত। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে ২১ জানুয়ারি।