• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রথম কোয়ার্টারে ধাক্কায় বড় হার হকিতে

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৮

প্রথম কোয়ার্টারে ধাক্কায় বড় হার হকিতে

অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসের হকিতে শুভ সূচনা করতে পারেনি বাংলাদেশ। রোববার নিজেদের প্রথম ম্যাচেই ৭ গোল হজম করেছে রাসেল মাহমুদ জিমিরা। যদিও প্রতিপক্ষ বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাপান। তাই প্রথম ম্যাচে ৭-২ ব্যবধানে হারটা তাই খুব একটা অপ্রত্যাশিত নয়।

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

ম্যাচের প্রথম কোয়ার্টারেই ছিটকে যায় বাংলাদেশ। ৪-০ গোলে পিছিয়ে পড়ে প্রথম ১৫ মিনিটের মধ্যেই। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য খেলায় ফিরেন লাল-সবুজের প্রতিনিধিরা। কোনো গোল হজম না করেই এক গোল পরিশোধ করে বাংলাদেশ। ২৯ মিনিটে এশিয়ান গেমসে বাংলাদেশের গোলের সূচনা করেন আশরাফুল ইসলাম।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ খারাপ করেনি। এক গোল হজমের পাশাপাশি আরেক গোল পরিশোধ করে। ৪৩ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন পুষ্কর ক্ষিসা মিমো। শেষ কোয়ার্টারে আরো দুই গোল হজম করে এবং আর কোনো গোল করতে না পারায় ৭-২ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

এশিয়ান গেমসে আগামীকাল বাংলাদেশের ম্যাচ নেই। পরশু দিন পাকিস্তানের মোকাবেলা করবেন রাসেল মাহমুদ জিমিরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675