• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী ও জয়পুরহাটরে রাজনতৈকি নারী নতেৃবৃন্দদরে নয়িে বভিাগীয় সম্মলেন অনুষ্ঠতি

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০৯

রাজশাহী ও জয়পুরহাটরে রাজনতৈকি নারী নতেৃবৃন্দদরে নয়িে বভিাগীয় সম্মলেন অনুষ্ঠতি

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ‘এডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন পলিটিক্স’ শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর একটি কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বিভাগের রাজশাহী এবং জয়পুরহাট জেলা ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ ও বিএনপি’র মোট ৭০ জন নারী নেতৃবৃন্দ।
সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার বক্তব্যে বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সবসময় নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। তাদের নিজেদের বিভিন্ন অধিকার সহ রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করছে। একেবারে প্রান্তিক পর্যায়ের রাজনীতিতেও যেন নারীরা যোগ্য ক্ষমতায়ন পায়, সেটি নিশ্চিত করতে সহায়তা করছে। আজকের সম্মেলনের মধ্য দিয়ে রাজনৈতিক বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দদের এক প্লাটফর্মে আনা সম্ভব হয়েছে। এবং এর মধ্য দিয়ে প্রত্যেকেই তাদের স্ব স্ব রাজনৈতিক অবস্থানে থেকে নারী ক্ষমতায়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশা করি।

আরও পড়ুনঃ  ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

বিভাগীয় সম্মেলনে রাজনীতিতে নারী ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে জানানো হয় এবং নারীদের নেতৃত্ত্বে ক্যাম্পেইন ম্যানেজারের কাজ নিয়ে অংশগ্রহণকারীরা দলীয় প্রেসেন্টেশন তুলে ধরেন।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, সহ-সভাপতি রোকসানা মেহেবুব চপলা, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক রোমানা হোসাইন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ, জয়পুরহাট জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সকিনা খাতুন।

আরও পড়ুনঃ  কিশোরী অপহরণের অভিযোগে তরুণ গ্রেফতার

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের প্রোগ্রাম এসোসিয়েট রায়হান আলী ও ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675