ঢাকাSunday , 24 September 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বরেন্দ্র অঞ্চলের নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন

Asha Mony
September 24, 2023 9:20 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলের নদীগুলোর সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। বিশ্ব নদী দিবসে রোববার সকালে রাজশাহী বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের নদী বাঁচলে এই জনপদ বাঁচবে। বাঁচবে এই অঞ্চলের জীববৈচিত্র্যসহ সুরক্ষা হবে এই অঞ্চলের বাস্তুসংস্থান। তাই নদীগুলোকে রক্ষা করতে হবে। তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের খরা যদি মোকাবেলা করতে হয় তাহলে নদী দখল-দূষণ বন্ধ এবং খনন ও সংরক্ষণের কোন বিকল্প নেই।

নদীবন্ধনে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনিম জামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান,
আদিবাসী যুব পরিষদ, রাজশাহীর সভাপতি উপেন রবিদাস, বারসিক বরেন্দ্র অঞ্চলের প্রোগ্রাম অফিসার অমৃত সরকার, ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সুভাষ চন্দ্র হেমব্রম, সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফের চেয়্যারম্যান মিজানুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।