• ঢাকা, বাংলাদেশ
  • ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কী ছিল তামিমের ফিজিও রিপোর্টে

প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২১

কী ছিল তামিমের ফিজিও রিপোর্টে

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় কাতরাচ্ছিলেন তামিম ইকবাল। যা গত কয়েক মাস ধরেই তার নিত্যসঙ্গী। সে কারণে তামিমকে সার্জারিও করা লাগবে বলে জানিয়েছিলেন লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে সেই পথে না হেঁটে ইনজেকশন নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল দেশসেরা এই ওপেনারের। সেই আশা গুড়েবালি করে গতকাল ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আজ (বুধবার) বিকেলে তামিমকে ছাড়াই টিম টাইগার্স ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে।

আরও পড়ুনঃ  রাস্তার পাশে জিলাপি বিক্রি করছেন ফুটবলার

তামিম কেন দলে নেই সেই কারণ গতকাল বিসিবির তিন নির্বাচক স্পষ্ট করেছেন। সেখানে তিনি আনফিট কিংবা পুরোপুরি ফিট নন বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে ঠিক কবে নাগাদ তামিমের চোট সারবে সেই ডেডলাইনও বলতে পারেননি তারা।

বিষয়টি আজ নিজের ফেসবুক পেইজে দেওয়া ভিডিও বার্তায় উল্লেখ করেছেন তামিম, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ ম্যাচের যত বিষয় সব ভুলে গিয়েছিলাম। ম্যাচ শেষে আমার ইনজুরির অবস্থা ফিজিওকে জানাই। তখন ড্রেসিংরুমে নির্বাচকরা আসেন। আমি তাদের বলেছিলাম, আমার অবস্থা সামনে এমনই থাকবে। আমাকে দলে রাখলে বিষয়টি মাথায় রাখবেন। হোটেলে যাওয়ার পর আমাকে ফিজিও পর্যবেক্ষণ করেন।’

আরও পড়ুনঃ  মেয়েদের আইপিএলে বৃহস্পতিবার দাপট হরমনপ্রীতদের

‘ফিজিও’র রিপোর্টে কোথায়ও ছিল না আমি খেলতে পারবো না। চাইলে যে কেউ এটা নিয়ে আমার সঙ্গে সরাসরি বসতে পারে। প্রথম ম্যাচ খেলার পর আমি ভালো অবস্থায় ছিলাম। আমার শরীরে ব্যথা ছিল এটা ঠিক। প্রেস কনফারেন্সেও আমি তা বলেছি। মিডিয়ায় এসেছে, পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না, আমার ইনজুরি। এটা আমার বিশ্বকাপে না যাওয়ার কারণ নয়। ব্যথা থাকলেও আমি ইনজুরড নই।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675