• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কোন দলে কে কে আছেন এবারের বিশ্বকাপে

প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩১

কোন দলে কে কে আছেন এবারের বিশ্বকাপে

অনলাইন ডেস্ক: দুয়ারে চলে এসেছে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর পর্দা উঠছে ৫০ ওভারের ক্রিকেটের ১৩তম বিশ্বকাপের। গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই উদ্বোধন হবে বিশ্বকাপের। বিশ্বকাপের ১০টি দলই ঘোষণা করে দিয়েছে খেলোয়াড়দের নাম।

সর্বশেষ দল হিসেবে গতকাল রাতে দল ঘোষণা করেছ বাংলাদেশ। তামিম ইকবালকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল পর্যন্ত অপেক্ষা করেছে চোট-জর্জর শ্রীলঙ্কাও। দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপে যেতে হচ্ছে দলটিকে।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

দলগুলো অবশ্য আগামীকাল ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ পাবে দলে পরিবর্তন আনার। এরপর দলে কোনো পরিবর্তন আনতে হলে অনুমতি নিতে হবে আইসিসির।

১০ দল, ১৫০ খেলোয়াড়। কোন দল কাদের নিয়ে নামছে এবারের বিশ্বকাপ যুদ্ধে, একনজরে তা দেখে নিতে পারেন এখানে।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান।

অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

আফগানিস্তান দল
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আবদুল রেহমান ও নাভিন উল হক।

ইংল্যান্ড দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস । আর  দোল আছে যারা বিশ্বকাপে যোগদান করছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675