অনলাইন ডেস্ক: আবারও মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা গেছে বিরাট-অনুশকাকে। এরপরই আনুশকার তিন মাসের অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়ে বি-টাউনে। সেই সঙ্গে গুঞ্জনও ওঠে- দ্বিতীয় সন্তান হওয়ার পর অভিনয় ছাড়বেন এ বলি অভিনেত্রী।
এমন গুঞ্জন মিডিয়া ও অন্তর্জালে ছড়িয়ে পড়ার পরই আনুশকার পুরাতন একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে আনুশকা বলেছিলেন, ‘বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই আমার। পরিবারকেই পুরো সময় দিতে চাই।’
কয়েকমাস ধরে আনুশকা সবকিছু থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন। বিরাট কোহলির সাথে ম্যাচেও যাচ্ছেন না। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজাতেও ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল আনুশকাকে। নেটিজেনদের ধারণা, ক্যামেরা থেকে নিজেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সতর্ক অভিনেত্রী।
আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আপাতত প্রকাশ করতে চাইছেন না কোহলি দম্পতি। আগেরবারের মতোই একটু শেষের দিকে জানান দেবেন তারা। তাই কঠোর গোপনীয়তা বজায় রাখছেন বিরাট-আনুশকা। এমন কথাই বলছেন বি-টাউনের অনেকে।
২০২১ সালে আনুশকা প্রথম কন্যা সন্তান জন্ম দেন। নাম রাখা হয় ভামিকা কোহলি। দ্বিতীয় সন্তানের সুখবর ও বলিউডের আর কাজ করছেন কিনা সে খবর এবার নায়িকার মুখ থেকেই শোনার অপেক্ষায় আছেন বিরুশকা ভক্ত ও নেটিজেনরা।