অনলাইন ডেস্ক: নিজের অভিনয় আর ফ্যাশন দিয়ে ভক্তদের প্রভাবিত করতে শুরু থেকেই সিদ্ধহস্ত অভিনেত্রী দিশা পাটানি। এরইমধ্যে ‘মালং’, ‘বাঘি ২’, ‘এমএস ধোনি: অ্যান আনটোল্ড স্টোরি’সহ বেশ কয়েকটি সিনেমা দিয়ে বক্স অফিস মাতিয়েছেন তিনি। প্রায় প্রতিটি সিনেমাতেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে ভক্ত-সমালোচকদের।
সেই সাফল্যের রেশ ধরে বর্তমানেও তার হাতে সর্বভারতীয় সিনেমা ‘কালকি ২৮৯৮ এডি’, ‘কঙ্গুভা’, যোধা’, ‘কিক টু’, ‘সঙ্গমিত্রা’সহ ডজনখানেক সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ফিটনেস এবং ফ্যাশন হাউজের সঙ্গে যুক্ত থেকেও অনুপ্রাণিত করছেন নতুন প্রজন্মকে। সব মিলিয়ে বলা চলে, দারুণ সফলতার সঙ্গে ক্যারিয়ারে ৬ বছর পার করলেন এই অভিনেত্রী। যা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
ক্যারিয়ারের অর্ধযুগ পার করা প্রসঙ্গে দিশা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘এমএস ধোনি’র ৬ বছর কেটে গেছে এবং যারা আমাকে এই যাত্রায় সমর্থন করেছেন তাদের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার মতো আমারও প্রথম কাজটি বিশেষ। সারাজীবন হৃদয়ে বিশেষ স্থান দখল করে থাকবে ছবিটি। শুরুতে ভাবতে পারিনি মানুষ এতটা ভালোবাসা দেবেন। আমার প্রতিটি সিনেমাই তারা গ্রহণ করেছেন এবং চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। সামনেও দারুণ কিছু গল্পে ভিন্ন ভিন্ন দিশাকে উপস্থাপন করছি। আমার বিশ্বাস, বরাবরের মতো সবাই পাশে থাকবেন।’