• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তান

প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ৭:০৮

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তান

অনলাইন ডেস্ক: চলমান এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে হংকংকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। দলটির তরুণ ব্যটার আমের জামালের ৪১ রানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে ভারতের পর সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

এর আগে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬০ রান তুলে পাকিস্তান। ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় হংকং। এতে ৬৮ রানের বড় জয় পায় পাকিস্তান।

চীনের জিনজিয়াংয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় স্কোর ২৪ হতেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা না খুলেই শুক্লার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার মির্জা বাইগ। এরপর তৃতীয় ও চতুর্থ ওভারে দায়িত্বহীন ব্যাটিং করে আউট হয়ে যান রোহাইল নাজির (৮ বলে ১৩) ও হায়দার আলি (৪ বলে ৪)।

আরও পড়ুনঃ  রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, অনলাইনে খেলা দেখবেন যেভাবে

এরপর ওপেনার ওমাইর ইউসুফ ও অধিনায়ক কাসিম আকরামের ব্যাটে ঘুরে দাড়ায় পাকিস্তান। ২৭ রানের জুটি করে দলের ব্যাটিং বিপর্যয় কিছুটা কাটিয়ে তুলেন এই দুই ব্যাটার। ৯ম ওভারে আনাস খানের শিকার হয়ে সাজঘরে ফেরত যান তারা। ২১ বলে ২১ রান করে বোল্ড হন ইউসুফ। টিকে থাকার চেষ্টা করেও ব্যর্থ হন আকরাম (১৬ বলে ১২)।

টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও নিজেদের সামর্থ্য দেখিয়েছেন নিচের দিকের ব্যাটাররা। পাকিস্তানের আসিফ আলি ২১ বলে ২৫ আর আরাফাত মিনহাজ ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন। তবে ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সেখান থেকে বলতে গেলে একাই দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন আমের জামাল।

আরও পড়ুনঃ  র‍্যাংকিংয়ে উন্নতির তাগিদ বাফুফের নতুন পার্টনারের

জামাল প্রথম ইনিংসের শেষ ওভারে তাণ্ডব চালিয়ে ২৬ রান যোগ করেন পাকিস্তানের স্কোরবোর্ডে। ১৬ বলে ৪১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ১ বল বাকি থাকতে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। পুরো ২০ ওভার খেলে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হংকংয়ের। ৬ বল খেলে ০ রানে আউট হয়ে যান ওপেনার মোহাম্মদ খান। দলীয় ২৯ রানে আরেক ওপেনার নিজাকত খানও ফেরত যান সাজঘরে। এরপর ২৫ রানের জুটি করে দলকে কিছুটা স্বস্তি দেন বাবর হায়াত ও শিব মাথুর। তবে

আরও পড়ুনঃ  ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ছেন যারা

ইনিংসের নবম ওভারে ২৭ বলে ২৯ রান করে খুশদিল শাহর বলে বোল্ড হন বাবর হায়াত। পরের ওভারেই সুফিয়ান মুকিমের বলে আসিফ আলির হাতে তালুবন্দী হন মাথুর (১৬ বলে ১০)।

শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৯২ রানেই অলআউট হয়ে যায় হংকং। দলের হয়ে ৯ বলে ১২ রান করেন নিয়াজ আলি। আহসান খান ২১ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের খুশদিল শাহ ১৩ রান খরচায় নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার আরাফাত মিনহাজ, সুফিয়ান মুকিম আর কাসিম আকরাম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675