• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

৩২ বছর পর একসঙ্গে ভারতীয় সিনেমার দুই মহাতারকা

প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৩:৩৭

৩২ বছর পর একসঙ্গে ভারতীয় সিনেমার দুই মহাতারকা

অনলাইন ডেস্ক: নতুন চমক নিয়ে আসছেন পরিচালক জে গনভেল। এক করছেন তামিল সুপারস্টার ও বলিউড শাহেনশাহকে। তার পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৭০’তে একসঙ্গে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে। খবর এনডিটিভির।

আগেই রজনীকান্তের এই সিনেমার ঘোষণা করেছিলেন নির্মাতারা। এরপর এক এক করে প্রকাশ করছেন এই সিনেমায় অভিনয়শিল্পীদের। বড় চমক হিসেবে গতকাল (৩ অক্টোবর) জানানো হলো অমিতাভ বচ্চনের নাম। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বলিউড সিনেমার শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছে গেলো।’

আরও পড়ুনঃ  নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ১৯৯১ সালে তাদেরকে ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল। ৩২ বছর পর আবারও একসঙ্গে হচ্ছেন এই দুই মহাতারকা। এই খবরে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভারতীয় দর্শকের মনে। কারণ দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পারা তাদের জন্য বড় প্রাপ্তি।

আরও পড়ুনঃ  সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। তাই আপাতত এটিকে ‘থালাইভার ১৭০’ নামে অভিহিত করা হচ্ছে। ছবিটিতে চমক হিসেবে থাকছেন আরও একজন অভিনেতা। তিনি হলেন মালায়লাম সিনেমার তুখোড় অভিনেতা ফাহাদ ফাসিল; । এছাড়া এই সিনেমায় দেখা যাবে ‘বাহুবলী’খ্যাত রানা দাজ্ঞুবতিকেও।

আরও পড়ুনঃ  উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

এই সিমোয় সংগীতায়োজনে থাকছেন হালের সেনসেশন অনিরুদ্ধ রবিচন্দর। যিনি সাম্প্রতিক সময়ের তুমুল আলোচিত ‘জাওয়ান’ ও ‘জেলার’র সংগীতায়োজন করেছেন। ছবিটিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও ঋতিকা সিং। সবমিলিয়ে বেশ বড় পরিসরেই ছবিটি নির্মিত হচ্ছে সিনেমাটি।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675