অনলাইন ডেস্ক: অবশেষে জয়ের দেখা পেল চেলসি। টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ব্লুজ। জয় নিয়েও মাঠ ছেড়েছে মরিসিও পচেত্তিনোর দল। ফুলহামের মাঠে লন্ডনের ক্লাবটি জিতেছে ২-০ গোলে।
প্রথমার্ধের শুরুর দিকে দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন ইউক্রেনিয়ান তারকা মিখাইলো মুডরিক এবং আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্ডো ব্রোজা। এএফপি