স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী মহাসড়কের গোল চত্তরের মাঝখান হতে একজন মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: শহিদুল ইসলাম (৩৫)।
সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর বয়ারমারী গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র। মঙ্গলবার রাতে ডিবি পুলিশ এই অভিযান চালায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।