• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলের ভিতর জলকেলি করতেই এনাকে খোঁচা

প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ৫:৪০

পুলের ভিতর জলকেলি করতেই এনাকে খোঁচা

অনলাইন ডেস্ক: পুলের জলে বৃষ্টিতে ভিজে জলকেলি এনার। সোশ্যাল মিডিয়া ধেঁয়ে এল কটাক্ষ। জলহস্তী বলে খোঁচা অভিনেত্রীকে।
অভিনয় নিয়ে আজকাল মোটেই চর্চায় থাকেন না টলি অভিনেত্রী এনা সাহা। বরং বোল্ড ফটোশ্যুটেই লাইমলাইটে থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় আকছাড় ফটোশ্যুটের ভিডিয়ো শেয়ার করেন এনা। যথেষ্ঠ বোল্ড অবতারেই ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেন। এই জন্য তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষও। যদিও সেই সব বিষয়কে পাত্তা দিতে নারাজ এনা। কটাক্ষকে ফুৎকারে উড়িয়ে আপনছন্দে বিন্দাস মুডে বোল্ড ফটোশ্যুটে সোশ্যালে আগুন ধরাচ্ছেন এনা। সম্প্রতি বাঘের ছালের ডিজাইনের পোশাকে শরীরী আবেদনে ঘুম কেড়েছেন নেটবাসীর। এবার পুলের জলে এনার জলকেলিতে তপ্ত নেটাপাড়া। যদিও সেই সঙ্গে কটাক্ষের বাণে বিদ্ধ এনা।
video link
https://www.instagram.com/reel/CyBZiItJksS/?utm_source=ig_embed&ig_rid=ed5e7522-97ea-467b-8a17-65433a9877b9

আরও পড়ুনঃ  দ্রুত মা হওয়ায় কটাক্ষ, জবাব দিলেন শ্রীময়ী

তিনি কোনও দিনই খুব একটা ছিপছিপে ফিগারে দর্শকের দরবারে ধরা দেননি। তাঁর এই গোলুমুলু মিষ্টি চেহারাটাই পছন্দ করে বাংলা ছবির দর্শক। কিন্তু, স্বল্পবসনা এনাকে দেখতে আবার অনেকেই আপত্তি জানায়। হট অবতারে পুলের জলে এনার জলকেলি দেখে আপত্তিকর মন্তব্য করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। কেউ খোঁচা মেরে লিখেছেন, ‘মনে হচ্ছে জিমে যাচ্ছ না। দিন দিন মোটা হয়ে যাচ্ছ’।
কেউ আবার কমেন্ট করেছেন, ‘জলহস্তী জলে নামলে যেমনটা লাগে ঠিক তেমনটাই লাগছে’। নেটপাড়ার এক সদস্যের দাবি, ‘আরে একটু জল থেকে বেড়িয়ে বিকিনি ভিডিয়োটা দেখাও’। একদিকে যখন এই ধরণের মন্তব্য তখন অন্যদিকে এনার বোল্ড অদায় ফিদা নেটপাড়া। লাভ ইমোজিতে ভরে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স। তাঁর এই লুকের তারিফ করেছেন অনেকেই। প্রসঙ্গত, এনার শরীরী মোচড় ঝড় তোলে পুরুষ হৃদয়ে।
video link
https://www.instagram.com/reel/CxvfcHgpCL4/?utm_source=ig_embed&ig_rid=ad07ed7a-2c1e-405b-9e86-c580e35fdd63
সোশ্যাল মিডিয়ায় যেভাবে যৌবনের নেশা লাগাচ্ছেন তাতে বারবার লাইমলাইট ছিনিয়ে নিচ্ছেন এনা। সমাজমাধ্যমের পেজে চোখ রাখলেই বোঝা যায় বাস্তবে তিনি ঠিক কতটা হট অ্যান্ড বোল্ড। এই মুহূর্তে পর্দায় এনাকে প্রায় দেখা যায় না বললেই চলে। কিন্তু, খোলামেলা পোশাকে ক্যামেরা সামনে পোজ দিতেই জ্বলে পুড়ে খাক নেটপাড়া।
টিভিতে কেরিয়ার শুরু করে এখন টলিউডে দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। বন্ধন, বউ কথা কও, রাত ভোর বৃষ্টি, সুভাসিনী, মা…তোমার ছাড়া ঘুম আসে না- র মতো একাধিক ধারাবাহিকে কাজ করে ড্রইংরুমের পছন্দের পাত্রী হয়ে উঠেছিলেন অভিনেত্রী এনা সাহা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675