• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড দেড় শতাধিক ঘর,গাছচাপায় গৃহবধূর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ৮:০৪

ভাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড দেড় শতাধিক ঘর,গাছচাপায় গৃহবধূর মৃত্যু

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঝড়ে কয়েকটি গ্রামের দেড় শতাধিক কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপড়ে পড়েছে তিন শতাধিক গাছপালা ও বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি।

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় ঝড়ে ঘরের নিচে গাছচাপা পড়ে ঝর্ণা বেগম (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ছোট হামিরদী গ্রামের শাহাবুদ্দিন শেখের স্ত্রী।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

স্থানীয়রা জানায়, টিনের ঘরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় ওই গৃহবধূর। এছাড়া ঝড়ে আজিমনগর ইউনিয়নের পুকুর পাড়, কর্ণিকান্দা, তাড়াইল, ঈশ্বরদী গ্রাম, চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রাম এবং হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী, বড় হামিরদী গ্রামের দেড় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় কয়েক শ গাছ ভেঙে গিয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় কয়েকটি বড় গাছ ভেঙে যায়।

আরও পড়ুনঃ  মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি: তিন দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তুলকদার আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আজিমনগর ইউনিয়নের ৩০টি পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি করে ডাল, এক লিটার করে তেল বিতরণ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত বাকিদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে পরে টিনও বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ মহাসচিব মার্চের মাঝামাঝি ঢাকা সফর করবেন: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ দূত

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিয়েছি। কিছু সাহায্যও করেছি। বাকিদের তালিকা করে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675